Biloy Mrong

Biloy Mrong

Monday, January 22, 2024

আপনার মোবাইল ফোন সেটটি বিটিআরসির নিবন্ধিত কিনা তা খুব সহজে জেনে নিন।

আপনার বর্তমান মোবাইল ফোন সেটটি বিটিআরসির নিবন্ধিত কিনা তা খুব সহজে জেনে নিন। সরকার ঘোষণা দিয়েছেন অনিবন্ধিত মোবাইল ফোন খুব শীঘ্র বন্ধ করার ব্যবস্থা নিবে। কিভাবে জানবেনঃ #আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *#16161# করলেই একটি অপশন চলে আসবে। সেখানে বলা হবে input 15 digit IMEI, অর্থাৎ ১৫ সংখ্যার আইএমইআই লিখে সেন্ড করলেই ফিরতি মেসেজে মোবাইল ফোনের বৈধতা সম্পর্কে জানিয়ে দিবে। # মোবাইল ফোন সেট এর আইএমইআই (IMEI) নম্বর জানা না থাকলে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *#06# ডায়াল করলেই আইএমইআই নম্বরটি পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোন সেটের বক্সে এবং মোবাইল সেটের পিছনেও স্টিকারে IMEI নম্বরটি লেখা থাকে।

0 Post a Comment: