Biloy Mrong

Biloy Mrong

ভাসমান পেয়ারা বাজার, ঝালকাঠি, বরিশাল

বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন এলাকায় বসে বিভিন্ন রকমের ফলের বাজার। মধুপুর বিখ্যাত আনারস এর জন্য, রাজশাহী আমের জন্য, তেমনি বরিশাল বিখ্যাত পেয়ারা বাজার এর জন্য। ধারণা করা হয় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি এই তিন জেলায় এশিয়ার ‍বৃহত্তম পেয়ারার চাষ হয়। মনোমুগ্ধকর বিস্তীর্ন এই পেয়ারার বাগান দেখতে যে কেউ আসতে পারেন বরিশালে।

হাম হাম জলপ্রপাত

হাম হাম জলপ্রপাত’’ ‘‘হামহাম জলপ্রপাত’’ বাংলাদেশের, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার, জারকান্দির সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত

ছুটি মানেই আনন্দ ছুটি মানেই খুশির জোয়ার

ছুটি মানেই আনন্দ ছুটি মানেই খুশির জোয়ার। আর এই আনন্দ এবং খুশির মাতোয়ারা তখনই পরিপূর্ণটা লাভ করবে যখন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে দূরে কোথাও গিয়ে ঘুরে আসতে পারবেন।

রাশিয়ার দর্শণীয় স্থান সমূহ

প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, ব্যবসা বানিজ্য সব কিছুর জন্যই সমৃদ্ধ বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায়। ‍দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ালেও দেখে শেষ করা যাবেনা রূপের আধার রাশিয়ার লীলাভূমি

প্রকৃতির কন্যা জাফলং

রূপকথার গল্পের কোন এক রাজকুমারী বিচরণ করছে, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তার সৌন্দর্য দিয়ে আগত সকলকে মোহবিষ্ট করছে। সেই রাজকুমারীর হলো নাম জাফলং। তার মোহে আবিষ্ট হয়ে প্রতিদিন দেশ বিদেশ থেকে শত শত পর্যটক উপস্থিত হচ্ছে জৈন্তা পাহাড়েরর পাদদেশে অবস্থিত জাফলং এ

Monday, January 22, 2024

আপনার মোবাইল ফোন সেটটি বিটিআরসির নিবন্ধিত কিনা তা খুব সহজে জেনে নিন।

আপনার বর্তমান মোবাইল ফোন সেটটি বিটিআরসির নিবন্ধিত কিনা তা খুব সহজে জেনে নিন। সরকার ঘোষণা দিয়েছেন অনিবন্ধিত মোবাইল ফোন খুব শীঘ্র বন্ধ করার ব্যবস্থা নিবে। কিভাবে জানবেনঃ #আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *#16161# করলেই একটি অপশন চলে আসবে। সেখানে বলা হবে input 15 digit IMEI, অর্থাৎ ১৫ সংখ্যার আইএমইআই লিখে সেন্ড করলেই ফিরতি মেসেজে মোবাইল ফোনের বৈধতা সম্পর্কে জানিয়ে দিবে। # মোবাইল ফোন সেট এর আইএমইআই (IMEI) নম্বর জানা না থাকলে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *#06# ডায়াল করলেই আইএমইআই নম্বরটি পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোন সেটের বক্সে এবং মোবাইল সেটের পিছনেও স্টিকারে IMEI নম্বরটি লেখা থাকে।

Saturday, January 20, 2024

Merry Christmas 2023